তোমার জন্য কষ্ট মনে,
তোমার জন্য নষ্ট মন;
কষ্ট নিয়ে সুস্থ মনে
থাকব বল কতক্ষণ!
হয়েছি তাই মাতাল প্রেমিক-
যাকে দেখি তাকে ছুঁই,
গোলাপ জলের বদলে এখন
বাংলা মদে শরীর ধুই!  
স্বপ্ন ছিল দু’জন মিলে
জনমভরে একটি রব-
পুলসিরাতের সরু সুতো
ও হাত ধরে পেরিয়ে যাব।
ওড়না তোমার গলায় বেঁধে
স্বপ্নগুলো দিল ফাঁস-
আজকে তাঁদের আত্মাগুলো
ঘিরেছে এই চতূর্পাশ!
ভূতের সাথে বাস করে আজ
হয়েছি শয়তান,
মনের মাঝে তবু বাজে
তোমারই জয়গান!
তোমার জন্যে কষ্টে ভরা
থাক না মন-প্রাণ;
নষ্ট মনে তবু বাজুক
তোমারই জয়গান!


   -- রচনা, ১৮ সেপ্টেম্বর ২০১৭
       বনানী, ঢাকা।