এমন একটা ঘর চাই
যেই ঘরেতে কেউ নাই
থাকব শুধু আমি একা
কইব মনের সাথে কত কথা।


মন চাইলে কাঁদব
হাসতে চাইলে হাসব
গালিগালাজ করব
চিল্লাইয়া চিল্লাইয়া
মনের যত ব্যথা আছে
সব ওই ঘরেতে রাখব।


স্মৃতি গুলো মনে করে
পিছনের দিকে ফিরে যাব
পিছনের সব ভুল গুলো
ফেলে রেখে আসব।


এমন একটা ঘর চাই
যেই ঘরেতে পিছনে টানার কেউ নাই।
সামনে ও নাই পিছনেই নাই
আছি শুধু আমি একা
চিন্তা আর ধ্যান মগ্নতায়
কাটাব সময় এই অবেলায়।
বিশেষ কোন চিন্তায়
আবিষ্কারের ভাবনায়
মানুষের উপকারে আসে যাহায়!