শর্ত দিয়ে হয় কী প্রেম?
নাকি শর্ত ছাড়া?
এইটা করলে ওই টা পাবা
না করলে পাবা জ্বালা।
খোদার সাথেও প্রেম করিতে শর্ত কেন দেওয়া?
দোযকের ভয়ে কেন খোদার প্রেমে পরা?
বেহেস্তে যাওয়ার আশায়, খোদার সাথে প্রেম করা
আশায় ও নয় ভয়েতে ও নয়
মন থেকে আসে যে প্রেম
সেই প্রেম হল আসল প্রেম
আমার বুজতে পারা।
বেহেস্ত দোযক না থাকিলে
খোদার প্রেমে পরত যারা
তাদের প্রেম কে প্রেম বলতাম
আসলে যেটা শর্ত ছাড়া।