পৃথিবীর সব বাগানে আজ মৃত গোলাপ
আকাশ জুড়ে চিল-শকুনের কাড়াকাড়ি
হায়! কাশ্মীর, ফিলিস্তিন, আফগান, ইয়েমেন


স্কুলে সঙ্গীত ছিল, এখন বোমা-বারুদ-বন্দুক
ছিল নজরুল, ছিল ভিনসেন্ট, ছিল বিথোভেন,
হায়! কাশ্মীর, ফিলিস্তিন, আফগান, ইয়েমেন


সমুদ্রে নীল জলরাশি আজ জঞ্জালে ভরা
ছিল ডলফিন, তারামাছ, ছিল তিমির করুণ সুর
হায়! কাশ্মীর, ফিলিস্তিন, আফগান, ইয়েমেন


কৃষকের সবুজ ক্ষেতে লকলকে তেজস্ক্রিয় কীট
ছিল প্রজাপতি, ছিল ফড়িং, ছিল সোনা রঙ
হায়! কাশ্মীর, ফিলিস্তিন, আফগান, ইয়েমেন


শিশুর চোখে স্বপ্নের বদলে ক্ষুধার কাতরতা
ছিল শৈশব, ছিল ফুটবল, ছিল মানুষ হবার শপথ
হায়! কাশ্মীর, ফিলিস্তিন, আফগান, ইয়েমেন


রাতের ছায়াপথ ঢাকে হতাশার কালো ছায়া
ছিল শুকতারা, নীহারিকা, ছিল চাঁদের উপমা
হায়! কাশ্মীর, ফিলিস্তিন, আফগান, ইয়েমেন


প্রেমিকের যে বুকে ভালোবাসা ছিল- আজ বুলেট
মাদক, ধর্ম, ডলার অথবা ক্ষমতার বানানো লাশ
হায়! কাশ্মীর, ফিলিস্তিন, আফগান, ইয়েমেন


শিউলি বাগানটা বেদখল, প্রেম কবে উবে গেছে
করুণা নেই, সম্প্রীতি নেই, নেই আলোর জয়গান
আছে ঘৃণা, আছে ক্ষোভ, আছে লালসা-বিভেদ
এমন পৃথিবীতে তবে কোথায় বলো কবিদের স্থান?


ফুলতলা, পদ্মানদী
রাজশাহী
১৬ অগাস্ট ২০২১