বুকের ভেতর একটা নীল পাখি থাকে
ছেড়ে যেতে চায় শুধু, দেই না যেতে
বলি, তুমি বুকের ভেতরেই যাও থেকে
কেউ যেন তোমায় পায়না আর দেখতে।


বুকের ভেতর থাকে ছোট নীল পাখিটা
ছেড়ে যেতে চায় শুধু, আর আমি
গেলাসে ভরি হুইসকির হলদে পানি
জ্বালাই প্রিয় সিগারেট আর বেশ্যারা
মদের পরিবেশক, দোকানী, কেরানী
জানে না তারা সে থাকে আমার বুকে


আমার ভেতর একটা নীল পাখি থাকে
শুধু উড়ে যেতে চায়, আমিও শক্ত ভীষণ
বলি আমি তারে, রয়ে যাও পাখি
তুমি কি চাও আমায় ভাসাতে উথালপাথাল?
ভেস্তে দিতে চাও আমার রোজকার আয়োজন?


আমার ভেতর একটা নীল পাখি থাকে
উড়ে যেতে চায় শুধু, আমিও চতূর ভীষণ
কোনো কোনো রাতে ছেড়ে দেই তাকে
শ্রান্ত সবাই যখন ঘুমোয় বেঘোরে
তাকে বলি, জানি তুমি সেখানেই থাকো
তবুও পেও না দুঃখ তুমি, বলি তাকে


তারপর আবার বুকের ভেতর লুকিয়ে রাখি
মরতে দেই না আর ঘুমিয়ে যাই দুজনে
কি যেন এক গোপন চুক্তি আমাদের
করুণ মানুষের অশ্রু ফোঁটাতে যথেষ্ট
তবুও আমি কাঁদি না, জল আসেনা চোখে


নীল পাখিটা বুকের ভেতর তাণ্ডব করে
কি করবো এই ছোট্ট পাখিকে নিয়ে
নীল পাখিটা আমার বুকে তাণ্ডব করে
কি করি এই ছোট্ট পাখিকে নিয়ে
আমিও পাখি হয়ে যাই, পাখি হয়ে বাঁচি
তাই আমিও উড়ে যাবো একদিন
এসব কোলাহল ছেড়ে…


চার্লস বুকোস্কি'র Blue Bird অবলম্বণে...


ফুলতলা, পদ্মানদী
রাজশাহী
২১ এপ্রিল ২০২১