আমার কি কখনোই আর প্রেমের কবিতা লেখা হবে?
খাঁ খাঁ রোদ্দুর চারিদিক,
বৃষ্টির দেখা নেই বহুকাল।
শুনেছি তোমাদের ওখানে অবিরাম বৃষ্টির ধারা,
নিরন্তর, প্রেম এসে ভাসিয়ে নিয়ে যায় তোমাদের!
আমার এখানে এদিক ওদিক একটু জল,
দেখেছি প্রাণ ভরে স্নান করছে পাখিদের দল।  
কাঠফাটা রোদ্দুরে পাতাগুলি নিষ্প্রভ,
একটুখানি স্নেহের সিঞ্চন,
বিকেল শেষ হয়ে সন্ধ্যা নেমে এলে,
চুপ করে দেখি, ওদের চেষ্টা প্রানপন,
আবারো ভোর দেখবে বলে।  
যুগ যুগ পরে কখনো আবার দেখা হবে এমন ভাবিনি,
এমন ভাবিনি, কোনো এক মহামারী,
বাধাবে এমন হুলুস্থূল!
প্রাথর্না, তুমি ভালো থেকো,
এর চেয়ে বড় চাওয়া আর কি বা হতে পারে!
আমার কি আর কখনো চিঠি লেখা হবে?
হালকা নীল বর্ণ কাগজে,
ভাসতে থাকা মেঘে মেঘে,
অনুভূতিগুলি টুপটাপ করে পড়ছে,
চিঠির উপর, যেন নেমে আসা বৃষ্টির ফোঁটা।
আজকাল সকলেই ভালোবাসা শেখায়,
শেখায় কি করে করতে হয় সংসার জীবন!
অসার শূন্য প্রেম আর ভালোবাসা নামক প্রহসন দেখছি নিত্য,
এখন চতুর্দিক রুক্ষ খরা।  
তুমি কখনো আরেকবার এলে,
এবার আমি একটি হলেও প্রেমের কবিতা লিখবো।
সেদিন বৃষ্টি নামবে,
অকুল ধারায়,
তুমি আমাকে চমকে দিয়ে বলবে,
'বলেছিলাম না, আসবো