প্রিয়,আমি
পূর্ণিমায় চাঁদ আর বর্ষায় বৃষ্টি বুঝতে ,  আয়োজন করে বসি।
তাহাদের নিয়ে ভাবি, উপলব্ধি করি তাদের অপার সৌন্দর্য। নিরীক্ষণের দৃষ্টি নিক্ষেপে ভরিয়ে দেয় প্রিয় চাঁদে কিংবা  ফোঁটা ঝুড়ি-ঝুড়ি।


আমি আয়োজন করে বসি।
মধ্য রাতে বেরিয়ে পরি, মনের কারসাজি বলে নিজেকে উন্মুক্ত করি।
বর্ষায় নি-বস্ত শরীরে দৌড়ে ছুটি, বাড়ির অদূরে বড় রাস্তায়, কিংবা ধান ক্ষেতের আইঁল হয়ে।


আমি আয়োজন করে বসি।
আনমনে ভাবি,
জ্যোছনা কেনো ছুঁতে পারি না,
বর্ষার অঝোরে কান্না আমি কেনো কইয়ে থামাতে পারি না।


পরক্ষণেই, এইসব মনের কারসাজি কইয়ে চালিয়ে দিয়ে।  
ঘুরে ফিরি বাড়ির অভিমুখে,
চলে আসি আপনা লয়ে।