মানুষ তোমার শিক্ষা আছে?
মানবিকতা বুঝার মস্তিষ্ক নেই।
মানুষ তোমার অর্থ আছে?
তাহাতে কোনো বারাকা নেই ।


আজিকা, রক্ষণশীলদের ছানাপোনারা
চুষছে ঘুঁটা দুনিয়াটা।
বন্য কে মারছে উঁচু সভ্যতা! ঝড়-ঝাপটা লুটে খাচ্ছে, নিচুতলার কেল্লা-মাথা!


তথাপি, শিক্ষা নামের মূর্খতা লুফেনিচ্ছে আত্মমর্যাদা।
গদিচ্যুত জ্ঞানীরা,
গণ্ডমূর্খরা স্থলাভিষিক্ত!
মূর্খতায় অস্থির বিশ্ব।
তুমি আমি তাইতো প্রায় নিঃস্ব।


মানুষ তোমার শিক্ষা আছে?
মানবিকতা বুঝার মস্তিষ্ক নেই।
মানুষ তোমার অর্থ আছে?
তাহাতে কোনো বারাকা নেই ।