আমি হয়েছি কবি শুধু তোমার জন্যে।
কবিতার চরণে চরণে তোমার নাম নাম লিখবো বলে,হয়েছি কবি সে-তো তোমারই সরণে।


ভালোবাসার ইতিকথা তুলে ধরবো বলে।
কষ্টের কিংবা সুখের ইতিহাস লিখবো বলে।
সে-তো তোমারই জন্যে।


ক'দিন যে ভালোবাসার রমরমা চলছিলো তোমাতে আমাতে,
সে কথা না লিখে থাকি কি করে?
তাই তো চেয়েছি লিখতে।
চেয়েছি বলতে তোমার আমার কাটানো সেই সন্ধ্যার কথা।
আরো কত-শত ঝড়ে যাওয়া কথা।
সব লিখাই যে তোমার জন্য,
হে,প্রিয় ভালোবাসা।