আজি কতোই না মানুষ করছে হাহাকার, ক্ষুধার যে কতো  জ্বালা তাহা ঘুচবার।


আজি লক্ষ্য করলে দেখাযাবে, পৃথিবী যে দুই ভাগ।
একদিকে কত খাবার, অন্য দিকে হাহাকার।


ক্ষুধার তাড়নায় শরীরে মাঝে নিষ্ঠুর ছেলে-খেলা,


ক্ষুধার্ত বিনে কে বুঝে এই  লিলা!


তাই, সকল ধর্মে বলা আছে ক্ষুধার্তকে খাদ্য দিয়ে প্রভুর নিকট আসো!


সেই বাণী ক'জনের কানে,আর কঠোর মনে বাজে!


আজ সৃষ্টি মেতেছে সুখের উল্লাসে!
মানুষের মাঝে নেই সেই ধর্ম বিনা, আছে বিনোদনের কেনা-বেচা।


তাই সকল সুবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আকুল আবেদন,
প্রভুর কাছে যাওয়া পরম শান্তিময় ।


(যারা মন দিয়ে পড়বে তারা ব্যতিত অন্য রা সারকথা বুঝতে পারবে নাহ্)