আমি চেয়ে ছিলাম,
তোমার লম্বা চুলে দেব হাত বুলিয়ে,
আমি স্বপ্নে ছিলাম ভিবুর তোমার শাড়ী পড়া সেই চমৎকার রুপে,
ইচ্ছে ছিলো,ভালোবাসার আলিঙ্গন করবো মন ভরে।


তোমার চোখের কাজল পানে চেয়ে- দিতে,
দিন-রাত কাটিয়ে।
আরো চেয়েছি মনে মনে,
ভালোবেসে চাইবে কাছে,
অনেক  আদর পেতে।


চেয়েছি আমি,
দেখেছি স্বপ্ন তোমাকে নিয়ে,
বৃষ্টির জলে তোমার হাতে,
হাতটি রেখে যাব বহুদূর হারিয়ে।


গোসল সেরে,
মিষ্টি শুভাষে বেরিয়ে আসবে নীল রঙা শাড়ী গায়ে জড়িয়ে।
সেই আহ্লাদ মাখা মিষ্টি মুখে,
আমার পানে চেয়ে তৃপ্তির হাসি দিবে ভরিয়ে।


কত লক্ষ-অযুত স্বপ্ন-ইচ্ছে,
গেলো দিবালোকে হারিয়ে।


তোমার লম্বা চুল কেটে আজ,
মাথায় দিয়েছো টুপি!
বাহারি রঙের রং তুমি দিয়েছো সেই স্বপ্ন দেখা মায়াবিনী।


তুমি যে নীল শাড়ীর বদৌলতে  পড়েছ আজ,
জিন্স আর ট্রপসের ছড়াছড়ি ।


তুমি অর্ধ পুরুষ সেজে,
দিক-বেদিক ঘুড়ছো।
দাপিয়ে বেড়াচ্ছ,
তোমার রুপ দেখিয়ে খাচ্ছ।


হে, স্বপ্ন নারী, তুমি তোমার প্রকৃত সম্মান আর ভালোবাসা হারাচ্ছ।
নিজের হাতে ধ্বংস করছো,
তোমার প্রাপ্য মর্যাদা!


আমি আজ, কল্পনায় খুঁজি আমার সেই স্বপ্নের রানী........তুমিই মায়াবিনী।