যুবক তোমাকেই বলছি, শুনো।
জগতের সকল পাপ করতে তোমার মন চাইবে,যৌবনের উষ্ণতায় তুমি শক্ত পাথর হয়ে রবে।


যুবতী মেয়েদের বুকে তুমি চোখ রাখবে,
হাতে হাত ধরতে মন ছুটবে।
কিন্তু না,এ-তো ধর্মে নিষিদ্ধ!
চোখ নামাও,হাত ছাড়ো।


মন তোমার উড়ুক্কু হবে,নষ্ট প্রায় হয়ে যাবে।
ধর্ষন কিংবা জেনা করতে যৌবন তাড়না দিবে।
কিন্তু এ-তো ধর্মে নিষিদ্ধ!
তুমি সালাতে ফিরে আসো।
তোমার প্রভুর দর্শন লাভ করো।  


নিশিতে তোমার মন বলবে,
বিশ্বগ্রামের সকল নিষিদ্ধ পাপের জগতে ডুবদিতে।
নীলছবিতে রাতের যৌবন হস্ত-মৈথুন করে কাটিয়ে দিতে।


কিন্তু না,তোমার ধর্মে তা নিষিদ্ধ!
সার্চ করো কোরআনের তরজমা,
পড়ো তফসির,
মনে আওড়াও হাদিসের বিনা।


যৌবন তোমায় বলবে করিতে নিষিদ্ধ প্রেম, বলিবে রাতের আঁধারে চাপিতে  তরুণীর বুক!
মন চাইবে উত্তাপে ভরিয়ে  দিতে রমণীর লোমকূপ।


কিন্তু না,এ হয় না।
তুমি হালাল ব্যবসা করো,রুটি-রুজির রাস্তা খুঁজ,অতঃপর শরিয়তের নিয়মে বিয়ে করো।


এতো চমৎকার ধর্ম ত্যাগে তুমি কিছুই পাবে না যুবক,তবে জাহান্নামের লেলিহান লালসার মুখে তুমি পরে যাবে।
তখন আফসোস করে বলবে...
আর একটা দীর্ঘ সিজদাহ্ যদি করতে পারতাম প্রভু তোমার তলে;
বড়ই শান্তি পেতাম, আমার এই মন বলে।