রহমান মোদের করেছে সৃষ্টি
করিতে ইবাদত।
ডাকে-হাঁকে দিতে পৌঁছে
শুকরিয়া গুজারত ।


অসংখ্য নিয়ামত দিয়েছে সাজিয়ে,
এই সুন্দর ভূবণত।
ফুলে-ফসলে ভরিয়াছে জাহান
শুধুই গোলাম তোমার তরে।


কভু কি করেছ শুকরিয়া যত,
লক্ষ-কুটি নিয়ামত।
গোলাম হয়ে মালিক সাজিয়াছ,
কি জবাব দিবে মোর প্রভুর কাছে?


জবাব কি আছে তোমার?
থাকলে তো বেশ।
না থাকলে করো চিন্তা,
হবে কি তাহলে শেষ?