আগের মতো বৃষ্টি আর আমাকে টানে না!
কারণ, আমি ক্ষুধার্ত।
বিশাল নীল আকাশ, আমায় কাছে ডাকে না,
কারণ, আমি আজ অভুক্ত।


ভূসর্গ কাশ্মীর আমার কাছে এখন সর্গ মনে হয় না!
বিখ্যাত সব পর্যটন কেন্দ্র আমার ভালো লাগে না।
কারণ, আমি বিনা খাদ্যে জীবনের মানে খুঁজি।


পৃথিবীর নতুন নানান প্রযুক্তি আমাকে এখন আর মুগ্ধ করে না।
কারণ, আমার পেটে খাদ্যের ছিটেফোঁটা  পরে না।


বিশাল সব অট্টালিকা, ইট-পাথরের দালান-কোঠা, আমার কাছে কেমন ধূসর লাগে।
কারণ, আমি অনাহারে দিন কাঁটায়।


আমার রুপ নিয়ে আমি আর চিন্তিত না,
তবে হ্যা, আমার বেঁচে থাকা নিয়ে আমি চিন্তায়, আতংকে নির্ঘুম রাত কাঁটায়।


বিশ্বের রাজনীতি নিয়ে আমি আর ভাবি না,
কারণ, আমাকে নিয়ে কেউ তো ভাবে না!
আমি তো কারো দুষমন নয়,ক্ষতি ও তো করিনি কারো।
তবে কেনো পৃথিবীতে আমার বাঁচার সংশয়?


আমি কি প্রভুর সৃষ্টি নয়?
আমি কি প্রভু; ঘোষিত শ্রেষ্ঠ এবং বুদ্ধিমান প্রাণি নয়?


আমার পেটে কেনো খাবার নাই?
আমার বাঁচার কেনো নিশ্চয়তা নাই?
জবাব দাও, খাদ্য দাও...
আমায় বাঁচাও...


১৫-৪-২০২০
বুগীর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।