শুনো হে প্রেয়সী
ভালোবাসা বুঝ কী?
বলি,শুনো ভালোবাসা কি।


ভালোবাসা,ভালো লাগা এক নই
ভালো লাগে মুহূর্তে, ভালো লাগে যৌবন দেখে,ভালো গায়ের রঙ বুঝে, হাসিতে টুল খুঁজে,বুকের ওজন মেপে।


কিন্তু ভালোবাসতে লাগে শুধুই পরিশুদ্ধ,পরিণত,একটি মন মাত্র!
পরিশুদ্ধ মন কখনো খুঁজবে না দেহ।
বুঝবে না যৌবনের উষ্ণতা কত।
পরিণত মন সয়ে যাবে সব,
ক্ষণে ক্ষণে আসা ঝড়ঝাপটা যতসব।


তাই বলি শুনো,ভালোবাসো যতখুশি তত!
তবে ভালো লাগিয়ে বসে থেকো না যেনো অতশত।