এখন আমি নষ্ট মেয়ে
তোমাদের সমাজে
তুলসীবনে বিছুটি পাতা।


এমন আড়চোখে
তোমরা আমায় দেখ কেন
গ্রামে ফেরার পথে।
সহানুভূতি! দূরছাই
তোমরা সবাই শরীরখেকো
শরীর মাপ তোমরা
যদি আরো কিছু চুষতে পার


নষ্ট তো আমি নিজে হইনি
তোমরা আমাকে নষ্ট করেছ
জোর করে, মিথ্যা প্রতিশ্রুতিতে।
ছেঁড়া কাঁথার দৈন্য আমাকে নষ্ট করেছে
অভুক্ত পেট আমাকে নষ্ট করেছে
লোলুপ সমাজ আমাকে নষ্ট করেছে।


আমি যদি আজ নষ্ট মেয়ে হই
তোমরা যারা আমার কাছে আসো
তারা কি তবে নষ্ট পুরুষ নয়!
কে এর উত্তর দেবে?