নিম-বেগুনও মিষ্টি লাগে
গরম ভাতে খেলে
শীতেও ভাই উষ্ণতা পাই
পরচর্চা পেলে।


মধুর চেয়েও মধুর লাগে
বলতো কী ভাই
মশলামুড়ি-পরনিন্দা
তুলনা যার নাই।


অন্তরাত্মা কখন কাঁদে
দুঃখে-শোকে ভাসে
অন্যের কোন সুসংবাদ
যখন কানে আসে।


আপন পরের প্রভেদ ভুলে
প্রসার কর দৃষ্টি
তবেই জীবন সুখের হবে
সবতো প্রভুর সৃষ্টি।