শীত এলো আকাশে
শীত এলো বাতাসে
শীত এলো দেহে-মনে
        সুশীতল পরশে।


গুড় খাও খেজুরের
আলাপ নয় খেজুরে
সন্ধ্যায় পিঠে পুলি
     মিঠে মার আদরে।


কর্মের অবকাশে
উনুনের পাশে বসে
গল্পেতে ডুবে যাও
     পরিবার সকাশে।


ভাই বোনে হানাহানি
লেপ নিয়ে টানাটানি
মা বলেন আয় কোলে
      শীত্বুবুড়ি আশমানী।


কখন যে রাত শেষ
পূবাকাশ ফর্সা
শীত যে ছাড়ে না তবু
      টুপি শালই ভরসা।


উঠে পড় তেড়েফুড়ে
শীত ছেড়ে পালাবে
অলসতা মাখো যদি
     শীতে শীত জ্বালাবে।