কনকনে শীত আজ
গনগনে আগুনের
পাশে বসে মুড়ি খাও
খাও পোড়া বেগুনের।


নিস্তাপ সুর্য
তাতে না যে গাত্র
কুকুর কুণ্ডলি হয়ে
কেটে যায় রাত্র ।


আঃ শীত উঃ শীত
কেন কর অকারণ
গাও গীত গলা ছেড়ে
হবে শীত নিবারণ।


কবোষ্ণ মার বুক
ঠাকুমার রূপকথা
পিঠেপুলি রসকলি
সাথে কিছু রসিকতা।