মধুর মলয়ে কচি কিশলয়ে
খুশীর বন্যা ঢেলে
আসে বসন্ত মোদের দুয়ারে
নীরব চরণ ফেলে।


হাসে কিংশুক নির্জনে
ভাসে মালঞ্চ নানা ফুলে
কিশোর কিশোরী চোখে চোখে আজ
একে অন্যকে কী কথা বলে।


আম্রমুকুল উল্লাসে
গাছে গাছে আজ উদ্ভাসে
পঞ্চমে আজ গাইছে কোকিল
আনন্দেরই সম্ভাষে।


আজ বসন্ত এলো মনে
এলো বসন্ত প্রাণে
অন্তর আজ আলোকিত হলো
চির নূতনের গানে।