বিবেকরঞ্জন!
তুমি কি এখনও কালঘুমে ঘুমিয়ে থাকবে
মাদকতার মদিরা মেখে নিশ্চিন্তে
তুমি কি এখনও নির্বিকার চিত্তে
সব শুনেও না শোনার ভান করবে।


বিবেকরঞ্জন!
ইউক্রেটিস নদীতে যে রক্তগঙ্গা বয়ে গেলো
শ'য়ে শ'য়ে শবদেহ ভেসে গেল নিরুদ্দেশে
তুমি কি এখনও স্মার্টফোনের আবেশে
মেয়ে বন্ধুর দেহতরঙ্গে ভেসে যাবে।


বিবেকরঞ্জন!
তুমি কি শুধুই রক্তমাংসের এক চলন্ত পিণ্ড
তুমি কি সৃষ্টির শ্রেষ্ঠ জীব নও বিবেকরঞ্জন
বিবেকের কষ্টিপাথরে স্পষ্ট কর তোমার চর্যাচর্য
ধর্মাধর্ম কর্মাকর্মে বিভাজক রেখা টেনে দাও।


ধর্মযুদ্ধের পাঞ্চজন্য বাজে আজ আবিশ্ব
রণ-দামামায় বিদীর্ণ দিগ্বিদিক
ধর্মযুদ্ধে তোমাকে নামতেই হবে বিবেক
মনে রেখো প্রকৃত ধার্মিকেরা অকুতোভয়
কারণ তারা জানে, যতো ধর্ম ততো জয়।