ওগো -
জানি হাসিবে হাজার ফুল  
                   তোমার কাননে কাননে ,
হবো মালি বাঁধা বিনে
                  আসিবো কাছে গোপনে গোপনে ।
বুঝো না ভুল কভু ওগো
                  পুষ্প কিংবা ফুল হোক যা ,
কাননের অলঙ্কার হবে শুধু
                  হবে না পরগাছা তা ।


নিভৃতে ছুয়ে কলি যবে
                          রহিবে ভোর আশে ,
আবছা আলোয় দেখিবে তোমায়
                          কৃষ্ণ নিশি শেষে ।
পুড়বে না পুষ্প পালক
                          যাতনে কাঁদিবে না কভু ,
মেঘে দিবে পুনঃ প্রেম
                          রবি জ্বালা হবে নিভু ।


প্রার্থনায় আনিবো জল ধারা
                          বিন্দু বিন্দু শিশির ,
গর্জনে তুমি পুষ্প কানন
                          আমি করিবো ক্ষণ বধির ।


নকশিকাঁথায় বুনে যাও
                          একে যাও অবসর সুখ ,
মেঘে মাখাবো রংধনু
                          রঙিন হবে পৃথিবীর মুখ ।
ক্লান্তি মুছে এসো করি গান
                           দ্বৈত প্রেমে ভুলি যত ভুল ,  
সাজিবে কানন রূপ
                          ফুটিবে পুষ্প অথবা ফুল ।