আমিও খুঁজবো না তোমাকেও খুঁজতে দেবো না
যা হারিয়ে গেছে অতীতের দিবারাতে
থাক সে সন্ধানহীন হোক সে গোপনে নষ্ট
অপচয় করবোনা চোখের লালিত প্রেমরস
বকেয়াও রাখবো না রক্ত মাংসের অধিকার ।


হারিয়ে গেছে বলেই কি তা দামি ?
আমার উত্তর ভিন্ন
আমি তাকে তুচ্ছজ্ঞান করি
তাকে ভুলেও পেতে চাইনা
অনেকক্ষন বারান্দার কিনারে বসে ভেবেছি
আমিও খুঁজবো না তোমাকেও খুঁজতে দেবো না ।


অবজ্ঞায় তাকে ছুঁড়ে দিলাম রাজপথের ডাস্টবিনে
শীর্ণ শকুনের দল খুঁজে নিক
কিছু পিষ্ট হোক মাতাল পথিকের জুতায়
আমি ভুলেও হাঁটবো না ও পথে
জানবো না লাভ কিংবা ক্ষতির পরিমান ,
তার প্রয়োজন আছে ? একটুও নেই
তোমাকেও করলাম মানা, আমিও খুঁজবো না তাই ।


ইতিহাস গড়া সাইক্লোন ছুঁড়ে ফেলুক বিশ্বের বাইরে
ছাড়িয়ে যাক কোটি মানবের দৃষ্টি সীমানা
মুছে যাক মস্তিষ্কের স্মৃতিময় রক্তাক্ত পাতা হতে
পুড়ে যাক কলঙ্কিত আক্ষেপের দহনে জ্বলে
ভুলে যাক বিধাতা নিজেও
যেনো না খোঁজার আকাঙ্খা সফল হয় আবেগের কাছে ।