প্রতিরাতে একটি করে স্বপ্ন খুন হয়
তুমি কি জানো ক্ষতির পরিমান ?
হিসেব রাখিনি হত্যাকারীর সম্পদের
সৃষ্টি করিনি স্বপ্ন দুঃস্বপ্নের ব্যাবধান -
তুমি কি জানো কতগুলো স্বপ্ন খুন হলো ?


সতীনের ঘরে স্বপ্নের জন্ম হয়
দীর্ঘ কাকুতি মিটিয়ে আশ্বস্ত হই ,
বিতৃষ্ণার আস্বাদনে হামগুড়ি দিয়ে
অবনত শির হয় একটি স্বপ্নের পিতা
তুমি কি জানো স্বপ্ন জন্মের ব্যাথা ?


অথচ প্রতিরাতে খুন হচ্ছে একটি করে স্বপ্ন
জীবনের অঙ্গগুলি অবশ হচ্ছে একটু একটু করে,
ইচ্ছেরা বৃদ্ধ হয়ে প্রহর গুনছে সীমান্ত প্রহরীর
সময়গুলো অভিশপ্ত হচ্ছে অসতী নারীর মতো
তুমি কি জানো আর কোন স্বপ্নের জন্ম হবে কি না ?


নতুন স্বপ্নের চেহারা ভুলে যাচ্ছি ক্রমশ
হিসাব রাখতে হচ্ছে খুন হওয়া স্বপ্নের সংখ্যা,
আমিও নির্বাক প্রেমিক -
প্রতিরাতে আহত হই - খুঁজি সংক্ষিপ্ত ব্যাখ্যা ।