আমার কবিতার মৃত্যু হোক তবু
উপমা যেন হয় সত্য ,
কবি  সংসার
এ মায়া
আর না কাঁদায় মোরে নিত্য ।


চুরি হোক শিরোনাম
সারমর্ম হোক বিলুপ্ত ,
আমি ফেরাবো না ছন্দ
হবো না অনুতপ্ত ।


বিচ্ছিন্ন খোলা মাঠ
আর ও হোক এলোমেলো ,
পালের অশ্ব ভেড়া গরু
রাখাল ছেলে ভুলুক সব
মুছে যাক ক্ষেতের আল গুলো ।

সুরঞ্জনাকে না ডাকুক কোন যুবক
মাঠের আড়ালে না হোক কোন কথা ,
শুধু মিথ্যে হয় প্রনয়ের সুখ
মিথ্যে হয় না কভু বিরহের ব্যাথা ।


নতুন হোক কবিতার শেষ অংশ
গথ বাঁধা বাসি পচা সস্তা মায়া খেলা ,
হোক ভোঁর মাঝ দুপুর - কেটে যাক সারা বেলা ।


কাহিনী গর্ভে যদি লুকিয়ে রয় অন্য কাহিনী
তবে কি লাভ কবিতার প্রেম ছন্দে ,
ইতিহাস মুছে যাক
বনলতা হারিয়ে যাক
লাভ নেই কবিতায় - এ মিছে দ্বন্দ্বে ।