কবিতাঃ অঘাট
   সঞ্জয় কীর্ত্তনীয়া

**************
খুধা যত লাগুক বাঘের
খায়না ঘাস বাঁচার স্বপ্নে।


যতই খুধা লাগুক ছাগের
খায়না মাংস খুধার কষ্টে,
দেখছি কি মানুষ চরিত্রে।


কামনা বাসনা সৃষ্টি মাঝে
এরই মাঝে জগত ঘোরে।


সূর্যদেব কে যায়না ছেড়ে
প্রেম বিহনে যুক্ত নবগ্রহে,
কাম কামনা রক্ত স্রোতে।


ঘাট মালিক আঘাট খুঁজে
প্রেমের ঘরনি নয়য় জলে।


দুঃখের কথা বলবে কাকে
ঘাটের মালিক অন্য ঘাটে
ঘরনি লাজে আঁচল তলে।


পশুপাখি রীতি পালে চলে
নেয়নি প্রেম অন্য ভ্রূণমূলে।


চেতনায় জাগ্রত সৃষ্টির নরে
কিছু দিকভ্রান্ত অঘাট খুঁজে,
গৃহ লক্ষ্মী রতি কষ্টে লাজে।