কবিতাঃ অলস
সঞ্জয় কীর্ত্তনীয়া
**********************
অলস প্রাণ হয় ঘুনে ধরা
কিট পতঙ্গ এদের মাথায় বাঁধছে বাসা
অতি জ্ঞানী ভাবে নিজেরা।


যতদূর এদের চলাফেরা
শুধু জ্বালায় পোড়ায় ততোদূর এঁরা  সারাবেলা
যতটুকু ধন তার অহংকারে লোহা।


খামখেয়ালীতে চলছে এঁরা
কাজের গতি থামিয়ে রাখে বদমেজাজ সারাবেলা
আহার ঘুম মৈথুনে এদের চিত্ত ঠান্ডা।


ঊষার বেলা এদের হয়নি দেখা
ভাটীর টান জীবন পাতায় এদের চলে সারাবেলা
কাজ না করে পায় এরা শান্তনা।


অলস প্রাণ পায়না ভালোবাসা
কালক্রমে হয়ে যায় এরা সমজের বিষফোঁড়া
সব দ্বার বন্ধ তার বুঝতে পারেনা।