কবিতাঃ আষাঢ়
    -সঞ্জয় কীর্ত্তনীয়া  
   তাং-১৭/০৬/২২ ইং
**************
আষাঢ়ের জল পুকুর ভরা
হংস বলাকা করছে খেলা।


কদম শাখায় ফুলের গাদা
চালতা ফুল মেলেছে ডানা।


দক্ষিণা মেঘের হরিৎ খেলা
উত্তরে বয় খুঁজছে ঠিকানা
প্রথম আষাঢ়ে মিলবে এঁরা।


কেমন আষাঢ় এলো আজি
জগতটা আজ আধার দেখি।


পল্লী বঁধুর মুখের মিষ্টি হাসি
একি,কেশ বর্ণ আধার মলিন।


শ্যামল প্রকৃতি সবুজ সারথি
বাও বাতাসে শুধু মরণ ব্যধি
আষাঢ় শ্রাবণেও নাই যে গতি।

অলস বেলা আষাঢ়ের দিনে
স্বামীহারা পল্লীবধূ কষ্টে মরে।


বৌ নাইওর যায় বাপের গায়ে
আম কাঁঠালে জামাই আদরে।


খুশি হয় মেঘলা আষাঢ় দিনে
জামাই বৌ এক ছাতার তলে
খুনসুটি হয় বৃষ্টি ভেজা শরীরে।