কবিতাঃ আষাঢ়ের অপেক্ষা
            সঞ্জয় কীর্ত্তনীয়া
***********************
      তিথি যায় নতুন তিথি আসে
একটা ফসল তুলে আবার ফসল বুনে
     কৃষক বঁধুর নেই ছুটি বছরে।


   পল্লী বঁধু ভাবেনা নিজেরে নিয়ে
সারাক্ষণ দেয় জোগাল ফসল বুনতে
   তবু মন পায়না স্বামী সোহাগে।


    ক্লান্তির ভারে পল্লী গাঁয়ের বঁধু
ভাগ্য কে দুষে কপালে এমনই লিখেছে
   নিজের দুর্বলতা বুঝেনা সহজে।


    কিছু পল্লী বঁধু অন্য কাজ করে
পল্লীগ্রামে শহরের অনেক কাজ  আছে
    ভাগ্য এরা নিজে নির্মাণ করে।


     ক্লান্তি ভারে কষ্টে যে বঁধু মাতা
বুদ্ধির ভুলে খুঁজে চলছে অলস বেলা
    কখন আসবে আষাঢ়ের ভেলা।


       নিবে বিশ্রাম ক্লান্ত বধু মাতা
বাবার বাড়ী হবে যাওয়া অলস বেলা
    আষাঢ় অপেক্ষায় মন উতলা।


     আষাঢ়ে থাকবে বিল ডোবা
সহজেই হবে তার বাবার বাড়ী যাওয়া
    স্বামীর ভয়ে এঁরা সারাবেলা।