***************************
           সঁপে দিয়েছে চলবে তার সাথে
জীবনের পরতে পরতে সব হিসেবে চুকিয়ে নিয়েছে
          গরমিল নেই আর তার জীবনে।


          তার মলিন মুখটি স্ব হাস্যে
দেখে মনে হয় পূর্ণিমার চাঁদ যেনো তার কপালে
      আলোকছটা তার প্রতি পলকে।


       এমন যদি হয় চির বন্ধন পথে
সমাজ তলাবেনা আর ঘৃণার অতল গহ্বরে
   হাসিখুশি রবে শিশু মায়ের আঁচলে।


    বিবাদ বিভাজন আছে যেখানে
জীবনের হিসেব গুলো মিলাইও  স্ব হাস্যে
    সুখের রজনী পাবে আগামী দিনে।


       মনমালিন্য থাকেই সংসারে
কালক্ষেপণে মিটে যায় সব ধৈর্যের পরাকাষ্ঠে
        বিচ্ছেদ করোনা চির বন্ধনে।


     জীবন যেথা রয় প্রতিক্ষণ সংকটে
বিচ্ছেদ সেথা হয়ে যাচ্ছে প্রকৃতির নিয়মে
       জীবনের মূল্য বন্ধনের উর্ধে।