কবিতাঃ বধির

***********************
       অকারণ বধির হয়েছ তুমি
ভালো করে চেয়ে দেখো হাতের কাঁকন
    হাতটা নড়লে করে ঠুন ঠান শব্দ।


    অন্যায়ে অযাথা বঞ্চিত আজ
হাতের কাঁকনের মতো প্রতিবাদ করো
    বধির হয় দুর্বল চিত্তের লোকে।


    হাটার তালে মাথার বেনি দুলে
তুমি কেনো হাটছ অথর্ব মানুষের মতো
    বেনির মতো সচল থেকো জীবনে


    রতি মন্থনে আসে যদি নিশিতে
স্বাক্ষী সরূপ দেখাও,তার দেওয়া শাখাকে
     এর মান রেখেছ বিগত দিনে।


    আত্মশুদ্ধি হয়না কিছু লোকের
বঞ্চিতা তাই বাঁচার তরে যাচ্ছে বহুদূরে
    সমাজ বধির হয় পরিস্থিতিতে।


       বন্ধনের মূল্য পরিবার গঠনে
জীবনের মূল্য রাষ্ট্র ধর্ম সমাজের আগে
    বাঁচে তাই কিছু প্রাণ বন্ধন ছাড়ে।