কবিতাঃ বসুন্ধরা
      সঞ্জয় কীর্ত্তনীয়া


**************
পথে ঘাটে মারছে বোমা
শান্তির দেশ জলন্ত চিতা।


খেলবে শিশু বাড়ীর নামা
মাঠে এখন পড়ছে বোমা।


খেলার মাঠ নরক যন্ত্রণা
কুচক্রী নরপিশাচসে ভরা।


শিশু কিশোর, নবজাতক
এদের নিয়ে নেতা ভাবেনা।


ক্ষমতা টিকানো শধু ভাবনা
মৃত্যু নগরী দেখছি আমরা।


নেতার দাসত্ব যারা মানেনা,
বন্দুকের তারা হয় নিশানা।


বিচারালয় জনতার আশ্রয়,
নিত্য রায় এখানে কেনাবেচা।


আছে যাদেরই কালো টাকা
তারা হয় আজ বাড়ো নেতা।


জনস্রোতে এরা হয় গদি হারা
রয়ে যায় নরপিশাচ দেশ ভরা।


আগামী প্রজন্ম পাবে কেমনে
শস্য শ্যামল নিরাপদ বসুন্ধরা।