কবিতাঃ চোরাবালি
            সঞ্জয় কীর্ত্তনীয়া
          
*********************
        শক্ত ভেবে দিলাম পাড়া
একি দেখি পায়ের তলেই চোরাবালি
      মরণ ফাঁদে আটকে গেছি।


       মিছে কথার মিছে মায়ায়
থেকে দেখলাম দিনের পরে বহুদিনই
     এখন বুঝি সবই চোরাবালি।


       আটকে রেখে দিবে শাস্তি
তাদের আশার গুড়ে দিবো এবার বালি
    হাটতে এবার শিখে গেছি আমি।


         শুষ্ক মৌসুম এসেই গেছে
চোরাবালি শুকিয়ে হবে গভীর খাদের মাটি
        গুটি পায়ে নিতেই হবে ছুটি।


       তার ভণ্ডামি আর নষ্টামিতে
লক্ষ্মীছাড়া খেয়ালখুশি যাচ্ছে দিন কেট
       চোরাবালির মরণ ফাঁদে সে।