কোনো কিছুই বল্লনা
কোন ভুলে কিসের মা শুলে জানিনা
       হয়ে গেলাম আজ একলা।


            চিন্তার জগতে আজ
ব্যথিত হৃদয়ে আকাশের ভরা পূর্ণিমা
       ভাব জগতে আছে রাধিকা।


       দুপুর নিক্কণ কানে বাজে
ঐ বুঝি এলো বৃন্দাবনের সেই রাধিকা
       আত্মতুষ্টি এইটুকু পাওয়া।


      চাওয়া-পাওয়ার মরণ ফাঁদে
পড়তে চাইনা আর বাকী জীবনে ধরা
       দিয়েই যাবো যা কিছু  জমা।


     ক্ষণিক বিষাদ স্মৃতিতে কাতর
তবুও চলি ভুলের মাশুল দিতে হবে জানা
     নিকায় পাল তুলেছি একলা।