*******************
      মেলিতেছে ফুল পাপড়ি
মনে হয় যেনো রঙ্গিন প্রজাপতি
        নয়ন জুড়ায় সকলি।


         গ্রন্থিক জনে হয় খুশি
আর্তের জীবনে আসে যদি প্রীতি
       চাপা ক্রন্দনে যায় দিন।


       প্রতিক্ষণ হুংকার ধ্বনি
নির্যাতিত হয় সে সহজ দুর্বল যিনি
      গ্রন্থিক গন খুঁজে শান্তি।


       নৈসর্গিক সৌন্দর্য দৃশ্যে
গ্রন্থিকগন খুঁজে নেয় কর্মের গতি
    আর্তের কষ্ট করে ভাগাভাগি।


      শব্দ বোমা ফাটায় গ্রন্থিক
নৈরাজ্য যেথায় হিমালয় সমো স্থির
    চৌচির হয় জালেমের লাঠি।


       প্রকৃতির নব-নব সৃষ্টি
জীবের কল্যাণে স্রষ্টার দান মঞ্জুরী
       মানুষ তবু বিপদগামী।


     গ্রন্থিকগন রাজ অধিপতি
পরার্থে গ্রন্থিক গন চিরকাল অসুখী
     নিজ সুখে এরা নয় সুখী।