কবিতাঃ খামচে ধরা
              সঞ্জয় কীর্ত্তনীয়া
          
**********************
       শক্ত হাত খামচে ধরছে সে
এবার বাঁচতে সে চাইছে মনের জোরে
     খুবই ভালো চেষ্টা তার আছে।


         পাষাণ বেদী খামচে ধরে
হয়নাতো কিছু প্রাপ্ত, চেষ্টা যায় বিফলে
       নুড়িপাথর কুড়িয়ে কি হবে।


        চেষ্টার মূল্য সবার উপরে
দুটো হাতে ধরে রাখা যায় যা জীবন ভরে
       খামচে ধরো তা ঐ চেষ্টাতে।


    খামচে ধরো যদি হিংস্র বাঘকে
তুমি বাঁচবে না, বাঘ তোমাকে ভক্ষণ করবে
     এই চেষ্টায় জীবন রয় সংকটে।


      কখনো ছেড়ে দিয়ে বাঁচতে হয়
জীবন যখন মহাসংকটের পথে পড়ে থাকে
      খামচে ধরতে নেই সব কিছু কে।