কবিতাঃ মোক্ষম
                  সঞ্জয় কীর্ত্তনীয়া
            
************************
          জেল বন্দী আছে যে জন
চিন্তা চেতনায় তার শুধুই মোক্ষম ভাবনা
           কবে জেল মুক্তি হবে তার।


         অর্থকষ্টে দৈন্যদশা আছে যার
মনের আকুতিতে মোক্ষম শুধু তার কাজ
          কবে কাটবে তার আকাল।


         সাধু সন্ন্যাসীর মনে কাটে দাগ
আত্মার মুক্তি মোক্ষম ভাবনা শুধুই তার
         কবে হবে ধ্যানে সিদ্ধিলাভ।


           গৃহলক্ষ্মীর চলাফেরায় লাজ
অলক্ষ্যে মোক্ষম আশা স্বামী সোহাগে সুখ তার
         তবু বঞ্চিত নারীর চোখে জল।


        কালির খোঁচা হৃদয়ে আছে যার
যোগ্য সন্তান করা একমাত্র মোক্ষম ভাবনা তার
          বাকি সব তুচ্ছ সন্তান সুখে সুখ তার।


          নিজে সুখি এটা বড়ো কথা নয়
সন্তান যেনো ভালো হয় এটাই মোক্ষম পরিবার প্রথায়
           সব বাঁধা তুচ্ছ শিক্ষিত সন্তান  চাই।