কবিতাঃ নোনা জল
     সঞ্জয় কীর্ত্তনীয়া
    
***************
সাগর জলে সাঁতার দিয়ে
আনন্দ পায় সব মানুষে
সাগর জলের আবেশ তরে
ভাবুক মানুষ ভাব জগতে
ছোঁয়ায় শরীর লবন জলে।


ফেলছে জাল সাগর জলে
বাইছে নৌকা জেলের দলে
পুড়ছে শরীর লবন জলে
শরীর ভাবনা নেই জেলের
লবন জলেই ঘাম ঝড়েছে।


ঘামের জলে লবন আসে
শরীর পুড়ে কয়লা হইছে
ঘামের জলের মহত দানে
গড়ছে রাজ্য সবাই মিলে
সুখ রাজ্যে নেইকো জেলে।


রতিক্রিয়ার জোয়ার জলে
জন্মো তবো সকল জনের
লবন জলেই আসা যাওয়া
রক্ত মোহনায় সাঁতার কেটে
পাপ মোচনে সুযোগ দানে।