কবিতাঃ অপশব্দ
      সঞ্জয় কীর্ত্তনীয়া
    
*****************
       বিশ্রী শব্দ কে যারা
শক্তি মনে করে হুংকার ছাড়ে
     আসলে শক্তিহীন তারা
বুদ্ধি বিবেক বিকশিত চিত্তের।


       সব রাজা শক্তিশালী
নিজ নিজ দেশে পরাক্রম সামর্থ্যে
         অপশব্দের প্রয়োগে
বহু রাজা রাজ্য হারিয়েছে পলকে।


       অপশব্দ মূল্য ক্ষণিকের
সেটাও শুধুই তার নিজস্ব লাভের
          সভ্য জনে ভয় পায়
সমর অস্ত্র অপেক্ষা অপশব্দ বানের।


        অপশব্দে হয় হানাহানি
সমাজ বন্ধন সুখ শান্তি হয় বিলীন
        সহনশীল বাক্যালাপে
উন্নতির বান ডাকে সমাজ সংসারে।