************************
       জীবনের প্রতি বাঁকে বাঁকে
বঞ্চিত হয় যদি সারাক্ষণ কোনো লোকে
      বুঝতে হবে ভুল তার বুদ্ধিতে।


       মানব জীবন অমূল্য সাধন
বিনাকারণ জীবন নিয়ে কেনো তুচ্ছতাচ্ছিল্য
    পরিত্যাগ করো পুরনো ফসল।


    যমালয় যমপুরীর লৌহ শৃঙ্খল
তবে ভেঙ্গে ফেলো পাবেই সাধের জীবন
     নতুন ফসল হৃদে করো বপন।


       ভাঙ্গাগড়া  বিধাতার খেলা
চিত্তে স্থির থেকে খুঁজে নিও সুখের ঠিকানা
     যেথায় সুখ সম্ভোগে নবিনতা।


      শোষণকারী করবেই শোষণ
বুদ্ধিতে আছে তার জন্মগত বড়সড় স্খলন
     এর থেকে দুরে থাকে সজ্জন।


        বঞ্চিত আর নয় সঞ্চিত হবে
জীবনের প্রতি বাঁকে বাঁকে ঘুরে দাঁড়াও তবে
      অন্যায় দলিত করো পদাঘাতে।