কবিতাঃ প্রণয়
           সঞ্জয় কীর্ত্তনীয়া
        তাং- ১৩/০৫/২৩ ইং
***************************
         পাখিদের কলকাকলি
নিশি ঘুম ভাঙ্গায় শুরু হয় নতুন দিন
      হাজার বায়না লক্ষ্মী রানীর।


       করি তার চাওয়া পুরান
তবুও হয়না কোনোমতে মনের মিল
     এ কেমন প্রণয়ণ পরিনতি।


        তনুর ফাগুনে ভরা তন্ময়
যেতে চাই গৃহলক্ষ্মীর আঁচল ছায়ায়
       স্বভাবে কটুবাক্য শোনায়।


          মিষ্টি কথায় শান্তি খুঁজি
শব্দ বানে প্রতিক্ষণ করে সে ধরা সাই
       এই কষ্ট কি ভাবে বুঝাই।


         তনুর ফাগুনে অন্য দ্বারে
ভেঙ্গে যায় সংসার বন্ধন নামের প্রনয়
      সংসার রক্ষায় আত্মবলিদান ।


         আত্মতুষ্টি কপালে নাই
ভাগ্যবিধাতা এমনই লিখেছে টের পাই
        অবসাদ তবুও শান্তি চাই।


      কৃষ্ণ প্রেমি পদ্মাবতী সমো
অনামিকার অথৈজলের নীল যমুনায়
       সাতারের সাধ্য আমার নাই।