কবিতাঃ রসনা বৃত্তে
  সঞ্জয় কীর্ত্তনীয়া


**************
হিজল বকুল বন বাদারে
কুসম কলি দুলছে বায়ে
তারই শাখায় দুঃখী পক্ষি
ডাকছে অতি করুণ সুরে।


বউ কথা কও শুনছে সবে
ডাকছে মায়ার বাঁধন তরে
হারিয়ে গেছে বনের মাঝে
পায়নি খুঁজে পক্ষিণী কে।


বনের পাখির সুখ কেড়েছে
উন্মাদ কিছু রাক্ষস লোকে
বিলের মাঝে ফাঁদ পেতেছে
পক্ষি শিকার করেই চলছে।


শীতের সকাল পিঠাপুলির
আমেজ দেখিনি শহর গঞ্জে
বাবু সাহেবরা আনছে কিনে
ফাঁদে বাঁধা পক্ষিগুলো কে।


কালো হাতের হিংস্র ছোবল
পশু পাখির আবাসন ভূমে
পক্ষির কান্না বুঝবে কেমনে
রসনায় কিছু নরে পশু বৃত্তে।