মরণ তারণ ঝড় বাদল
    আসে ক্ষণে ক্ষণে,
বিধাতার ইচ্ছে খেলায়
     যায় ভেসে নরে
উত্তাল গর্জণ ঢেউ সমুদ্রে।


সাত সমুদ্র তেরো নদী
    পার হয় নাবিকে,
মনের গোপন গহীন দেশে
    অচিন সিন্ধু নদী
দেখেনি হৃদয় কমল দিয়ে।


তমোগুণের তমসার সঞ্চয়
     নাবিকের চিত্ত রথে,
অচিন সিন্ধু নদী মনের গহীনে
    হয়নি খোঁজ লোভ বসে
ভব নদী আরো অনেক দুরে।
    
যেথায় ছিলে সুপ্ত শক্তি নিয়ে
      তার খোঁজ হবে কবে,
মাতৃ জঠরে এসেছে প্রাণ বায়ু
        ঝড় বাদল বায়ে
ভব নদী পার হও সিন্ধুর পথে।