কবিতাঃ সমতা
           সঞ্জয় কীর্ত্তনীয়া
          
********************
    রূপ-লাবণ্যে মায়া ভরা যার
অপ্রকাশ গোপন গহীন যন্ত্রণা তার
      বিরক্তির মাঝেই তার বাস।


     পথচলাতে বিরক্তি আসে
এলোমেলো ইঙ্গিত করে কিছু লোকে
   লজ্জায় মাথা কুটে কুদৃষ্টিতে।


     লাজলজ্জা সমাজের ভয়ে
লাস্যময়ী নিরব যন্ত্রণা লুকায় অন্তরে
    দোষের তিলক দেয় নারীকে।


        রূপের মাধূরী লাস্যময়ী
জীবন দিয়ে জানে নরপশু চতুর্দিক
       তবু ছুটছে কাজের খোঁজে।


        শিক্ষিত আজ প্রতি ঘরে
লোলুপ দৃষ্টিভঙ্গিতে পুরুষেরা আদিমে
      সমন্বিত সমতা নেই সমাজে।