আবার একটা নতুন দিন,
নতুন সকাল,
আজ একটা নতুন অধ্যায়ের প্রথম পৃষ্ঠা পড়বো
জীবনের হিসাবের খাতায় আরও
একটা বছর কম পড়লো।
গন্তব্যের পথে এগিয়ে গেলাম আরো একটা ধাপ
হয়তো খুব তাড়াতাড়ি সন্ধ্যে হবে,
হাতে সময় দিনকে দিন যেন কমে যাচ্ছে ।
আবার একটা দীর্ঘশ্বাস,
নতুন করে আবার বাঁচতে শেখা,
আজ যে জন্মদিন......
বারাসাত, উত্তর চব্বিশ পরগনা
১৮ই জুন ২০২৫