ছেলেবেলার গল্প শোনাই; আয় ছুটে আয় কাছে
হরেক রকম মজার গল্প আমার কাছে আছে।
যখন আমি ছোট্ট ছিলাম; বাদর ছিলাম খুব
বাড়িতে ভীষণ বাকুম-বাকুম; বাইরে গেলেই চুপ।
স্কুলের নাম শুনলে আমার; গা’য়ে আসতো জ্বর
স্কুল ফাকি দিলেই বাবা; ভীষণ মারতো চড়।


খেলতে ভালো লাগতো ভীষণ; পড়া-শোনা নয়
পড়া ঠিক না হলে স্যারের; লাগতো মারের ভয়।
কেঁদে দিলে মারতো না ঠিক; বলতো খোকা আহারে
এক পা’য়েতে দাড়িয়ে রাখতো; শ্রেনীকক্ষের বাহিরে।
এদিক ওদিক তাকিয়ে দেখি; লজ্জায় মাথা হেড
ছুটির ঘন্টা পরলে তড়িত; পেরিয়ে যেতাম গেট।


বিকেল হলেই যেতাম ছুটে; মাঠ থেকে মাঠের প্রান্তর
কিছুই নাহি বাধা ছিল; ভালো, মন্দ কিংবা অবান্তর।
মজার মজার হরেক খেলা; মজার মজার সন্ধি
আনন্দে দিন কাটতো ভীষণ; করে নানান ফন্দি।
সবই ছিলো স্বপ্নের মতোন; ভীষণ রকম রঙ্গিন
হৈ-হুল্লোর; দূরন্তপনা, আর আনন্দ ছিলো সীমাহীন।


ছেলেবেলা হারিয়ে গেলো; বাড়লো শরীর হঠাত
মাথার উপর পরলো যখন; জীবন নামক প্রপাত।
কি দামী সেই ছেলেবেলা; বুঝি নাই ঠিক তখন
মর্মে মর্মে আসলো বোধে, হারিয়ে গেলো যখন।
ছেলেবেলা; মেয়েবেলা; শৈশব হোক সুন্দর সবার
সুস্থ্য, সুন্দর, আনন্দময় কৈশোর; সবার অধিকার।


KKB-14.05.2016