বনের সিংহ পরলো ধরা; কোন একটি গাঁ’য়ে
বন্ধ হলো অবাধ চলা; নয় স্বাভাবিক কথা বলা
খাঁচার মাঝে আটকে পড়ে দিন কাটে তার ভয়ে।

মস্ত চোখে মায়ার ছায়া; হিংস্রতা শরীর জুড়ে
সঙ্গী ছাড়া একলা খাঁচায়; কার ইশারায় কে বা নাচায়
পারছে না সে ছুটে যেতে; বৃথাই চেষ্টা বাড়ে।

বন্দি খাঁচা খোলা পেয়ে; ছুট দিল জঙ্গলে
জঙ্গল চষে এলো-মেলো; সামনে পেলো এক বাফালো
চোখের সঙ্গে চোখ মিলাতেই; হৃদয় গেলো গলে।

বন্দি জীবন অর্ধাহারে, পারে না সে খেতে তারে
অনেক দিনের বন্দি সিংহ, বক্ষে মায়ার মন্ত্র
বন্ধনী পা মুক্ত হলেও, পালাতে নাহি পারে।


KKB-20.03.2016.