আকাশ আমার যেমন ছিল; এলো-মেলো।
স্বপ্ন ছিল সাদা-কালো। অনেকটা সময় পার হয়ে গেলো।
তবু আমি ছিলাম ভালো।

শত না পাওয়ার মাঝেও জীবন; একটু একটু করে এগিয়ে যাচ্ছে।
বেখেয়ালভাবে দিনগুলো হচ্ছিল পার; অতিথি পাখিরা তাদের মতো গান
শুনিয়ে গেলেও; তাতে কি আসে যায় আমার!!

জানি না হে! কি কারনে তোমার আগমন!
ভালোলাগা যতটা দিলে;
চঞ্চলতায় ভরে গেলো হাজারগুন; হৃদয়ের অঙ্গন।

কেটে গেলো একাকী হাজারো দিন; আমিতো তোমায় ডাকিনী;
তবু তুমি এলে ভুল করে পথ। কেটে গেলো অনেক বসন্ত-ফাগুন;
চলে গেলো কত আঁধার যামিনী।

বহুদিন পরে যদিওবা আবার দেখা দিলে; হে বন্ধু।
বেঁধে রাখলে মন্ত্র বন্ধনে পা-দু’টি; যে বন্ধন থেকে মুক্ত করার
শক্তি-সামর্থ্য কোনটাই আমার নেই, হে অতিথী!!

নিভৃতে স্বপ্নময় মোহ মাঝে ঘুরেফেরা একাকী। জানি না এগুলো কি!
হয়তোবা সবটাই মরীচিকা স্বর্ণালী; তবে কেন এই পথে আগমন হে বন্ধু?
জ্বালিয়ে মনের “দীপালী”!!

KKB-25.02.2016