এভাবে যাবে না দিন;
যেমন করে চলছে
না রবে এমন চড়া;
যেমন সুরে বলছে।

নিয়ন্ত্রনহীন সবকিছু মোদের
কারো হাতে নাটাই নেই;
চাইলেই সব পাবে না ছুতে
হারাবে অযথা বিষম খেই।

যেমন করে গাইছো এ গান
যাবে না শোনা চিরদিন;
সকালের রোদ নিভে গেলে
অচেনা ব্যাথায় মুখ মলিন।

ঝড়ো হাওয়া রবে না ঠিক
যেমন করে ঝড়ছে;
এ রাতেরও আছে অবসান
যেমন সন্ধ্যা হয়েছে।

রৌদ্র-ছায়া সত্য যেমন
সত্য আগমন এ ভবে;
জন্ম যখন হয়েছে বন্ধু
মরিতেও একদিন হবে।


KKB-25.03.17