বৈশাখ মানে নতুন কিছু
পান্তা ইলিশি ভাব,
বৈশাখ মানে নতুন শুরু
হ'য'ব'র'ল ছাড়।
বৈশাখ মানে স্বপ্ন দেখা
বাঙালীয়ানার আবাস,
বৈশাখ মানে রীতি মানা
নীতি বাক্য ছাড়।


বৈশাখ শুরু পহেলা ঘিরে
দিনভর হৈহুল্লায়,
বৈশাখ এলো রঙে ঢঙে
লাল সাদার মিশালে।
বৈশাখ এলো সারা বাংলায়
সারা শরীর নিত্যে।।


বৈশাখ এলে পুরান খাতার
সমাপ্তি টানে সওদাগর,
নতুন নতুন হিসাব নিকাশ
নতুন খাতা ক্রয়ে।
বৈশাখ শুরু গান বাজনায়
মঙ্গল শুভাযাত্রার মিছিলে
অশুভ কে তাড়িয়ে দিতে
সকাল দুপুর স্লোগান মুখে।


বৈশাখ এলো প্রেমের ফ্রেমে
বালিকার খুনসুটিতে,
সাজ সকালে আদর দিয়ে
ভরিয়ে তোলে নতুন দিনে।
বৈশাখ মানে বউ এর কাছে
বরের সুখ শান্তি,
ছোট্ট বাবু আসা অবধি
বুকে আগলে রাখতে।
বৈশাখ এলো বাহারি সাজে
নারী পুরুষের বস্ত্রে,
যুগল হলে একই রঙে
ফ্রেম বন্ধি হতে।।


তবে
বৈশাখ মানে নতুন বছরে নতুন কিছু
দু:খ ঝেড়ে প্রিয় মানুষের কাছাকাছি।


শুভ নববর্ষ